গতকাল ভোরে আর্জেন্টিনার লিগা প্রফেশনাল ডি ফুটবল কাপের কোয়ার্টার ফাইনালের এক ম্যাচে, রেসিং ক্লাব বনাম টিগরে’র রুদ্ধশ্বাস লড়াই যখন চরম স্নায়ুচাপে ফেলে দিচ্ছিলো সবাইকে, ঠিক তখনই রেসিং ক্লাবের কোচ গুস্তাভো কোস্তাস নিজের টেনশন কমাতে নিলেন এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। ম্যাচ ছিল গোলশূন্য, সেমিফাইনালের টিকিট নির্ভর করছে পেনাল্টির ওপর, আর সেই মুহূর্তেই ডাগআউটের আড়ালে কোচকে দেখা গেল ধূমপান করতে।
টেনশন সামলাতে কোস্তাস বেঞ্চে বসে পড়েন এবং সহকারী কোচকে সামনে দাঁড়াতে বলেন, যেন তাকে ক্যামেরা দেখতে না পায়। কিন্তু শেষ পর্যন্ত সুকৌশলে লুকানোর চেষ্টা ব্যর্থ হয় । ভিডিও ফুটেজে স্পষ্ট ধূমপানের দৃশ্য ধরা পড়ে।
ম্যাচ শেষে অবশ্য কোস্তাসের মুখে ছিল স্বস্তির হাসি। তার দল জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে মাঠের বাইরে এই আচরণ শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হতে পারে, আর এখন অপেক্ষা, টুর্নামেন্ট কর্তৃপক্ষ কোচের বিষয়ে কী সিদ্ধান্ত জানায়।
রেসিংয়ের সাফল্যে উচ্ছ্বাস থাকলেও ধোঁয়ায় ঢেকে গেছে কোচের আচরণ, আর সেই দৃশ্য নিয়েই এখন চলছে নতুন আলোচনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















