স্প্যানিশ ফুটবলের আকাশে নতুন এক তারকার আগমন। নাম লামিনে ইয়ামাল। বয়স এখনও ১৮ পূর্ণ হয়নি, অথচ ইতিমধ্যেই বার্সেলোনার মূল দলে নিজের জায়গা করে নিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সে তিনি মন জয় করে নিচ্ছেন সমর্থকদের, প্রশংসা কুড়াচ্ছেন কিংবদন্তিদের কাছ থেকেও। ব্রাজিলিয়ান ফুটবল আইকন রোনালদিনিয়ো তাই মনে করেন, এখন সময় ইয়ামালের।
রোনালদিনিয়ো এক সাক্ষাৎকারে বলেন, “মেসি এবং আমি আমাদের সময়ে যা করেছি, ইতিহাসের অংশ হয়ে আছে। এখন ইয়ামালের পালা। সে যেভাবে খেলে যাচ্ছে, তা বিস্ময়কর। ফুটবল তার মতো খেলোয়াড়দের কারণেই প্রাণ পায়।”
তিনি আরও যোগ করেন, “আমি তুলনায় বিশ্বাসী নই। মেসি এক রকম খেলেছে, আমি আরেক রকম। ইয়ামালের নিজের স্টাইল আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে মানুষকে আনন্দ দিচ্ছে—যেটা আসল ফুটবলের সৌন্দর্য।”
বর্তমানে ইয়ামালের তুলনা করা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে। তবে রোনালদিনিয়ো মনে করেন, প্রতিটি খেলোয়াড়ের আলাদা পরিচয় থাকা উচিত। তার মতে, ইয়ামাল শুধু একটি নয়, একাধিক ব্যালন দ’র জয়ের সামর্থ্য রাখে।
এছাড়াও রোনালদিনিয়ো প্রশংসা করেছেন বার্সার আরও দুই তরুণ তারকা রাফিনিয়া ও পেদ্রির, যারা ব্যালন দ’রের জন্যও বিবেচনায় আছেন। আগামী সেপ্টেম্বরেই জানা যাবে, ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার কার হাতে উঠছে।
তবে নিঃসন্দেহে ফুটবলবিশ্বের চোখ এখন ইয়ামালের দিকেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















