রোনালদোকে টনির অন্যরকম বার্তা

উয়েফা নেশন্স লিগে গত ৬ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল পর্তুগাল। দলটির মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৩৪ মিনিটে । সেই গোলের মাধ্যমে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন সিআরসেভেন।

রোনালদো এই কৃতিত্ব অর্জন করেন একবিংশ শতাব্দীর একমাত্র ফুটবলার হিসেবে। বিশাল এই মাইলফলকে পৌঁছাতে ১২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময় ৯০০ গোলের পাশাপাশি ২৫৪টি অ্যাসিস্টও করেছেন রোনালদো। এই অর্জনে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। এমনকি পর্তুগিজ তারকাকে নিয়ে প্রায় ছয় বছর পর পোস্ট করেছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে, সবার শুভেচ্ছাকে ছাপিয়ে গেছেন টনি ক্রুস।

রিয়াল মাদ্রিদে রোনালদোর সাবেক সতীর্থ ক্রুস নিজের এক্স অ্যাকাউন্টে শুভেচ্ছাবার্তা দেন। সিআরসেভেনের উদ্দেশে তিনি লেখেন, ‘এমনকি আমি যদি ম্যাচের পাশাপাশি অনুশীলনের গোলগুলো এক করি, তবুও ৯০০ গোলে পৌঁছাতে পারব না।’ এই টুইটের সঙ্গে রোনালদোর একটি ভিডিও জুড়ে দেন ক্রুস।

Exit mobile version