রোনালদোর অনন্য রেকর্ডের দিনে পর্তুগালের জয়

ক্রিস্টিয়ানোর রোনালদো আবারও প্রমাণ করলেন বয়সটা যে কেবলই একটি সংখ্যা। ক্যারিয়ারের ৩৯ বছর বয়সে এসেও প্রতিপক্ষ্যর রক্ষণে রীতিমতো ভীতি ছড়াচ্ছেন এই পর্তুগিজ তারকা।

মঙ্গলবার রাতে ইউরোর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইরিশদের ৩-০ গোলে উড়িয়ে জয় তুলে নিয়েছে পর্তুগাল। পর্তুগালের হয়ে দুটি গোল করেছেন রোনালদো। এই দুই গোলে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের কীর্তি গড়েছেন পর্তুগিজ তারকা।

পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক ২০০৩ সালে, পরের বছর পান প্রথম গোলের দেখা, সেই থেকে গোল করেছেন প্রতি বছর। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে পর্তুগাল। গোলের জন্যও অপেক্ষা দীর্ঘ হয়নি। সব মিলে জাতীয় দলের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল হলো ১৩০, ক্যারিয়ার গোল ৮৯৫

Exit mobile version