ভিন্ন দুই লিগে খেললেও ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির মধ্যে গোলের প্রতিযোগিতায় ঠিকই রয়ে গেছে। মেসি গোল করেন তো রোনালদো লক্ষ্যভেদ করতে ভুল করেন না। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে রোনালদোর আল নাসর। ২-০ গোলে তারা হারিয়েছে আল ইত্তিহাদকে। আল নাসরের হয়ে অন্য গোলটি করেন সাদিও মানে।
আল ইত্তিহাদ ও আল নাসর তিন ম্যাচ থেকে সমান ৯ পয়েন্ট নিয়ে এ ম্যাচে মাঠে নেমেছিল। এ জয়ের ফলে ইত্তিহাদকে বেশ পেছনে ফেলে দিয়েছে। ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। আল ইত্তিহাদ সেই ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো।
লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় সাদিও মানে ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। ৩৫ মিনিটে রোনালদো গোল করে দলের জয় নিশ্চিত করেন। চতুর্থ ম্যাচে এটা তার চতুর্থ গোল। এ গোলের মাঝ দিয়ে রোনালদো হাজারতম গোলের আরও কাছাকাছি পৌঁছে গেলেন। বর্তমানে তার গোলের সংখ্যা ৯৪৬।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















