২০২৫ সালের ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বার বিশ্বের সেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন থেকে ছিটকে গেলেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা। এজন্য নিজের ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করেই এই পুরষ্কার কে মনগড়া পুরষ্কার বলেছেন তিনি।
এবারের ৩০ জনের শর্টলিস্টে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরের কোনো খেলোয়াড়ই সুযোগ পাননি। তাই শুধু রোনালদো নন, বাদ পড়েছেন লিওনেল মেসিও।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো সাম্প্রতিক বছরগুলোতে এই পুরস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রিকে ভিনিসিয়ুস জুনিয়রের চেয়ে এগিয়ে দিয়ে জয়ী ঘোষণা করায় তিনি একে ‘বিশ্বাসযোগ্যতাহীন’ বলেছিলেন।
৪০ বছর বয়সী রোনালদো সম্প্রতি আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন। সামনে ২০২৬ বিশ্বকাপকে বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি, যেখানে ভালো পারফরম্যান্স হয়তো আবারও তাকে ব্যালন ডি’অরের আলোচনায় ফেরাতে পারে।
যদিও ২০২৫ সালে নেশন্স লিগ জিতেছে পর্তুগাল, মনোনয়ন পেয়েছেন রোনালদোর তিন সতীর্থ—নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিতিনিয়া। তাদের কৃতিত্বের পেছনে বড় অবদান চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে দারুণ পারফরম্যান্স।
শুক্রবার স্পোর্টস টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে যখন জিজ্ঞাসা করা হয়, এ বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠতে পারে, তার সংক্ষিপ্ত জবাব ছিল- “না, এটা আমার কাছে একেবারেই মনগড়া পুরস্কার।”
এ নিয়ে অন্য মনোনীতদের মধ্যে তেমন প্রতিক্রিয়া শোনা যায়নি। স্প্যানিশ মাধ্যম ”কোপে” জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর প্রসঙ্গে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনার লামিন ইয়ামাল ও পিএসজির ওসমান দেম্বেলে। গত বছরের জয়ী রদ্রি হাঁটুর চোটে পুরো মৌসুমের প্রায় বাইরে থাকায় কয়েক বছরের মধ্যে এবারই প্রথম নতুন বিজয়ীর দেখা মিলতে পারে। এখন দেখার বিষয় কার হাতে উঠে এবছরের ব্যালন ডি-অর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















