রোনালদোর জোড়া গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদো

ইউরো বাছাইপর্বে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এদিন দলের হয়ে জোড়া গোল করেছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে অপর গোলটি করেছেন গনসালো রামোস। ডেভিড হ্যানকো এবং স্ট্যানিস্লাভ লোবোটকা স্লোভাকিয়ার পক্ষে গোল করেছেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে যাওয়া দুই দলের প্রথম গোলটি আসে পর্তুগীজ স্ট্রাইকার গনসালো রামোসের পা থেকে। ম্যাচের ১৮তম মিনিটেই পর্তুগালকে লিড এনে দেন তিনি। ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রথমার্ধেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিরতির পর ফিরে এসে ম্যাচের ৬৯ মিনিটে ডিফেন্ডার ডেভিড হ্যানকোর গোলে ব্যবধান কমায় স্লোভাকিয়া। তবে স্লোভাকিয়ানদের সেই গোল উৎসব বেশিক্ষন স্থায়ী হতে দেননি সিআরসেভেন। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে পর্তুগালের হয়ে আবারো ব্যবধান বাড়ান রোনালদো। ম্যাচের ৮০ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে আসলেও শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় স্লোভাকিয়া। এতে জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

গ্রুপ ‘জে’-তে সাত ম্যাচ খেলে সাতটিতেই জিতে তিন ম্যাচ হাতে রেখেই ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিলো পর্তুগাল। পর্তুগালের পরবর্তী খেলা আগামী ১৭ অক্টোবর বসনিয়ার বিপক্ষে।

Exit mobile version