ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াদ ডার্বিতে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার অনুষ্ঠিত সৌদি প্রো লিগের লড়াইয়ে আল নাসর ৩-১ গোলে হারিয়েছে আল হিলালকে। রোনালদোর জোড়া গোলের একটা ছিল পেনাল্টিতে পাওয়া।
এ জয়ের ফলে আল হিলালের সঙ্গে আল নাসরের পয়েন্টের ব্যবধানে কমেছে। তবে উভয় দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আল নাসর রয়েছে তৃতীয় স্থানে, আর আল হিলাল দ্বিতীয় স্থানে। ২৬ ম্যাচ শেষে আল হিলালের পয়েন্ট ৫৭, আর আল নাসরের পয়েন্টে ৫৪। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬১। এই ব্যবধানটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে আল ইত্তিহাদের। কেননা তারা একটা ম্যাচ কম খেলেছে।
আল হিলালের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে টানটান উত্তেজনা ছিল। আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল। কিন্তু বিরতির আগে ও পরে কয়েক মিনিটের মধ্যে আল নাসর ম্যাচকে একপেশে করে তোলে। বিরতির আগে ইনজুরি সময়ে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির পর দ্বিতীয় মিনিটে স্কোরশিটে নাম লেখান রোনালদো। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে রোনালদো পেনাল্টিতে গোল করে জয় নিশ্চিত করেন। সৌদি প্রো লিগে এটা ছিল তার ৭০তম গোল। এর আগে ৬২ মিনিটে আলী আল বুলায়ি গোল করে ব্যবধান কমিয়েছিলেন।