জোড়া গোলে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শেষ করেছেন লিওনেল মেসি। চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো পিছিয়ে থাকেন কিভাবে। বাছাই পর্ব শেষ করবেন কিভাবে তা জানতে অপেক্ষা করতে হবে। তবে শুরুটা করেছেন মেসির মতো জোড়া গোলে। রোনালদোর জোড়া গোলে আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে পুর্তগাল ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছে।
রোনালদোর পাশাপাশি হোয়াও ফেলিক্সও জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেন হোয়াও ক্যান্সেলো।
এ জয়ের ফলে ইউরোপ অঞ্চলের ‘এফ’ গ্রুপ থেকে পর্তুগাল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এ গ্রুপে অন্য কোনো দল প্রথম ম্যাচে জয় পায়নি। অন্য দুই দল হাঙ্গেরি ও আয়ারল্যান্ডের খেলা ড্র হয়েছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ সময় পার করছেন রোনালদো। তবে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ বাছাইয়ে এসে নতুন করে যেন জ্বলে উঠেছেন। আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলের রেকর্ড আরও সমৃদ্ধ করে চলেছেন। এ ম্যাচের জোড়া গোল নিয়ে তার গোলের সংখ্যা ১৪০। তাছাড়া বাছাই পর্বে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে আটত্রিশে। আন্তর্জাতিক ফুটবলে যেমন গোল সংখ্যায় সবার উপরে তিনি বাছাইয়েও সেই পথে রয়েছেন। এরই মধ্যে মেসিকে ছাড়িয়ে গেছেন। মেসির থেকে দুই গোলে এগিয়ে তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে সবথেকে বেশি গোল করতে আর মাত্র দুই গোল দরকার। তার ওপরে রয়েছে গুয়েতেমালার কার্লোস রুইজ। আর একটা গোল পেলেই রোনালদো তাকে ছুঁয়ে ফেলবেন। দুই গোলে তাকে টপকে যাবেন।
