ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আরও একটা বড় জয় পেয়েছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্যায়ের খেলায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা আল ওয়াসিলকে ৪-০ গোলে হারিয়েছে। রোনালদোর করা জোড়া গোলের একটা ছিল পেনাল্টিতে পাওয়া। অন্য দুই গোল করেন আলি আল হাসান ও মোহাম্মদ আল ফাতিল।
এ জয়ের ফলে আল নাসর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬। সমান পয়েন্ট আল আহলির। গোল পার্থক্যে তারা তৃতীয় স্থানে রয়েছে।
রোনালদো তার জোড়া গোলের প্রথমটি করেন ৪৪ মিনিটে। দ্বিতীয় গোল পান ৭৮ মিনিটে। প্রথম গোলটি ছিল পেনাল্টি থেকে পাওয়া। দ্বিতীয় গোলটি করেন হেডে। এ গোলটি করে রোনালদো গোলের পর তার সেই ট্রেডমার্ক উদযাপন ‘সিউ’ করেননি, বরং গোল উদযাপনের নতুন রূপ নিয়ে এসেছেন। প্রথমে হাত উপরের দিকে নেন পরে দ্রুত তা নিচের দিকে নিয়ে আসেন।
এ ম্যাচের জোড়া গোল নিয়ে ৪০ বছর বয়সী রোনালদো ২৫ ম্যাচে ২৩ গোল করার কীর্তি দেখালেন। নতুন লক্ষ্য হাজারতম গোল থেকে তিনি এখন মাত্র ৭৭ গোল পিছিয়ে রয়েছেন। বর্তমানে তার গোলসংখ্যা ৯২৩।
এই ম্যাচ আল নাসরের নতুন খেলোয়াড় জন ডুরানের জন্য ছিল গুরুত্বপূর্ণ। অ্যাস্টন ভিলা থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আল নাসরে যোগ দিয়েছেন। রোনালদোর পাশে থেকে পুরো ম্যাচ খেলেছেন তিনি।