রোনালদোর জোড়া গোল, নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে উয়েফা নেশনস লিগে বড় জয় পেয়েছে পর্তুগাল। ৫-১ গোলে তারা হারিয়েছে পোল্যান্ডকে। এ জয়ের ফলে গ্রুপ এ-১ থেকে পর্তুগাল কোয়ার্টারফাইনালে খেলা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে পর্তুগালের এটা টানা চতুর্থ জয়।

৫ ম্যাচ শেষে পর্তুগালের পয়েন্ট ১৩। গ্রুপে তাদের ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৭। পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট ৪।

খেলার ফল বলছে পর্তুগাল সহজ জয় পেয়েছে। কিন্তু প্রথমার্ধে তাদের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়েছিল পোল্যান্ড। এ অর্ধে পর্তুগাল একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। প্রথম গোলের জন্য তাদের ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। প্রথম গোলের পর পোল্যান্ডের গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনায় ব্যস্ত থাকতে হয়েছে। এ সময়ে ২৪ মিনিটে পাঁচ গোল করে পর্তুগাল।

রাফায়েল লিও ৫৯ মিনিটে প্রথম গোল করেন। ৭২ মিনিটে রোনালদো পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। পরের আট মিনিটে পর্তুগাল তিন গোল পায়। এ সময়ে ব্রুনো ফের্নান্দেজ, পেদ্রো নেতো ও রোনালদো গোল করেন। জোড়া গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫। ৮৭ মিনিটে রোনালদোর করা গোলটি স্বাগতিক দর্শকদের চোখের ক্ষুধা মিটিয়েছে। বাইসাইকেল কিকে অসাধারণ গোলটি করেন তিনি।

২০১৯ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। সোমবার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Exit mobile version