সৌদি আরবে যোগ দেওয়ার তিন বছর পেরোলেও এখনও বড় কোনো শিরোপা জেতেনি ক্রিশ্চিয়ানো রোনালদো । তবে চলতি মৌসুমে যেন শিরোপার খরা কাটানোর মিশনেই নেমেছেন পর্তুগিজ মহাতারকা। একের পর এক গোল করে দলকে জিতিয়ে চলেছেন তিনি। শনিবার রাতে নিওমকে ৩-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে তার ক্লাব আল নাসর। টানা ৮ ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর।
টাবুকের কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল, জোয়াও ফেলিক্স ও রোনালদো। এই ম্যাচে গোল করেই লিগে একশত গোল অবদানের (৮৩ গোল ও ১৭ অ্যাসিস্ট) মাইলফলকে পৌঁছান ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শুরু থেকেই খেলায় আধিপত্য ছিল আল নাসরের। রোনালদো, ফেলিক্স ও সাদিও মানের আক্রমণে বিপর্যস্ত ছিল নিওমের রক্ষণভাগ। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে গোলের দেখা। রোনালদোর ফ্রি কিক ফিরলেও ফিরতি বলে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
এরপরই ম্যাচের গতি বদলে দেয় নিওমের এক মুহূর্তের ভুল। ৫৬ মিনিটে লুসিয়ানো রদ্রিগেজ প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে কনুই মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জন নিয়ে খেলা আরও কঠিন হয়ে পড়ে নিওমের জন্য।
৬৪ মিনিটে ফেলিক্সকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় আল নাসর। ভিএআর পর্যালোচনায় রেফারি পেনাল্টির নির্দেশ দিলে রোনালদো স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল তার মৌসুমের নবম গোল এবং ক্যারিয়ারের ৯৫৩তম।
৮৪ মিনিটে আহমেদ জাবের গোল করে ব্যবধান কমালেও দুই মিনিট পরেই ফেলিক্সের গোলে আবারও ব্যবধান বাড়িয়ে দেয় আল নাসর। রোনালদোর দেশি সতীর্থ ফেলিক্স লিগে ৭ ম্যাচে ১০ গোল করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















