প্রথম লেগে পিছিয়ে থাকায় একটা শঙ্কা ছিল। কিন্তু ফিরতি লেগে নিজেদের মাঠের খেলায় সে সব শঙ্কা উড়িয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। নিজেদের মাঠের খেলায় ডেনমার্ককে তারা ৫-২ গোলে হারিয়েছে। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় ৫-৩ গোল গড়ে পর্তুগাল এগিয়ে থেকে সেমিফাইনালে খেলবে। জার্মানি তাদের প্রতিপক্ষ।
দুর্ভাগ্য ডেনমার্কের। একের পর এক দুর্ভাগ্য তাদের ঘিরে ধরেছিল। নির্ধারিত সময়ের খেলা তারা ৩-২ গোলে শেষ হওয়ায় খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানে তারা প্রথম মিনিটেই গোল হজম করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে তারা গোল হজম করে। এই গোলটা রুখতে পারলে তারা সেমিফাইনালে পৌঁছে যেত।
ডেনমার্কের শুরুটা হয়েছিল বাজেভাবে। প্রথমেই আত্মঘাতি গোল হজম করে। অবশ্য এর আগে ম্যাচের শুরুতেই রোনালদোর পেনাল্টি রুখে দিয়েছিলেন ডেনমার্কের গোলরক্ষক। পরে অবশ্য ৭২ মিনিটে গোল করে রোনালদো নিজেকে সেই অস্বস্তি থেকে রক্ষা করেছেন।
৩৮ মিনিটে আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে যায় পর্তুগাল। ৫৬ মিনিটে ডেনমার্ক সেই গোল পরিশোধ করে। ৭২ মিনিটে রোনালদো গোল করে আবার পর্তুগালের সম্ভাবনা বাড়িয়ে দেন। কিন্তু ৪ মিনিট পর ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করে সমতায় ফেরান। ৮৬ মিনিটে ফ্রান্সিসকো ট্রিনকাও গোল করে পর্তুগালকে ম্যাচে ফেরান। পর্তুগাল ৩-২ গোলে এগিয়ে থাকলে গোল গড় দাঁড়ায় ৩-৩।
ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে খেলার শুরুতেই গোল পায় পর্তুগাল। ৯১ মিনিটে গোল করেন ট্রিনকাও। রামোস ১১৫ মিনিটে গোল পর্তুগালের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেন।