সৌদি প্রো লিগে গোল করেছেন রোনালদো। তারপরও জয়ের দেখা পায়নি তার দল আল নাসর। শুক্রবার নিজেদের মাঠের খেলায় পিছিয়ে পড়া ম্যাচে আল শাবাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তার দল। প্রথমার্ধে খেলা শেষ আল নাসর ২-১ গোলে এগিয়ে ছিল।
আল নাসরের পাওয়া দুই গোলে যথেষ্ঠ নাটকীয়তা ছিল। প্রথমার্ধের খেলা যখন গোলশূন্যভাবে শেষ হওয়ার উপক্রম ঠিক তখনই একের পর এক গোলের দেখা পায় দর্শকেরা। আল নাসর প্রথম গোল পায় প্রথমার্ধের ইনজুরি সময়ে। আব্দুল্লাহ সালেম গোল করেন। এই অর্ধে আবার গোল পায় আল নাসর। এ গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আল নাসরের জোড়া গোলের আগে ৪৪ মিনিটে আল শাবাবকে এগিয়ে নিয়েছিলেন হামদাল্লাহ।
এগিয়ে থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা হজম করতে হয়ে আল নাসরকে। ৫২ মিনিটের সময় আল নাসরের মাজিদ আল ফাতিল লাল কার্ড পেলে তারা দশজনের দলে পরিণত হয়।
এদিকে আল শাবাবের বিপক্ষে গোলের মাঝ দিয়ে রোনালদো এক কীর্তি গড়েছেন। এগিয়ে চলেছেন কাঙ্খিত হাজারতম গোলের দিকে। এ ম্যাচের গোল ছিল তার ৯২৬তম গোল। চলতি মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি।
২৪ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে আল নাসর বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে আছে আল ইত্তিহাদ। তাদের পয়েন্ট ৫৮। ফলে আল নাসরের শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
