ম্যানচেস্টার ইউনাইটেড সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা অবাক করেছে বিশ্বজুড়ে থাকা কোটি ভক্তকে—তিন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম ও এরিক কান্তোনার নামে আর জার্সি তৈরি বা বিক্রি করবে না ক্লাবটি।
২০২৫-২৬ মৌসুমের অ্যাওয়ে জার্সি উন্মোচনের পর এক ভক্ত সিমোন লয়েড ইউনাইটেড মেগা স্টোরে গিয়ে দেখতে পান, ক্লাবের পক্ষ থেকে দেওয়া নোটিসে বলা হয়েছে—“লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর জার্সি প্রিন্ট করতে পারছি না।”
ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কিংবদন্তির আলাদা ইমেজ রাইটস থাকায় তাদের নামে জার্সি বিক্রি সম্ভব নয়। ফলে ভক্তরা এখন থেকে মেগা স্টোরে শুধু বর্তমান মৌসুমের জার্সিই পাবেন। আগের কোনো জার্সি ফন্ট কিংবা ক্লাবের পুরোনো আইকনিক নাম চাইলেও আর পাওয়া যাবে না।
এই তিন তারকার ক্লাবের ইতিহাসে অবদান অনস্বীকার্য। নব্বইয়ের দশকে কান্তোনার আগমনে ইউনাইটেড শিরোপা জয়ের ধারায় ফেরে। বেকহ্যাম ইউনাইটেড একাডেমি থেকেই উঠে এসে ছয়টি লিগ শিরোপা ও ট্রেবল জয় করেন। রোনালদোও এই ক্লাবেই জিতেছেন তিনটি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর।
তাদের নামের জার্সি বিক্রি বন্ধ হওয়ায় অনেক ভক্তই সামাজিক মাধ্যমে ক্লাবের সমালোচনায় সরব হয়েছেন। এমন সিদ্ধান্ত শুধু ঐতিহ্য নয়, আবেগকেও ধাক্কা দিয়েছে সমর্থকদের কাছে।
