জার্মানির কোলনে আজ বাঁচা-মরার ম্যাচে রোমানিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন ডি-ব্রুইন-লুকাকুরা। ২-০ গোলে ম্যাচটা জিতে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে বেলজিয়াম।
ম্যাচের এক মিনিট গড়াতেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন বেলজিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ইউরি তিলিমানস। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও গোলের তেমন সুযোগ আর তৈরি করতে পারেননি ডি ব্রুইন-লুকাকু-ডকুরা।
দ্বিতীয়ার্ধে খুশির বড় উপলক্ষ এনে দেন বেলজিয়ান গোলরক্ষক। ৭৯তম মিনিটে তার গোলকিকটা সোজা গিয়ে পড়ে রোমানিয়ান ডি-বক্সের কাছে। উড়ে আসা বলটা পার করে যায় রোমানিয়ার সব ডিফেন্ডারকে। আর সামান্য দৌঁড়েই সেই বলটা পেয়ে তা জালে জড়ান ডি ব্রুইন।
ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল হয়নি। স্বস্তির এক জয় নিয়ে ইউরোতে আপাতত টিকে থাকলো বেলজিয়াম।
বেলজিয়ামের এই জয়ে ‘ই-গ্রুপে’ চার দলের পয়েন্টই হলো তিন করে। ফলে দ্বিতীয়রাউন্ডে যেতে গ্রুপের শেষ ম্যাচের ওপর নির্ভর করতে হচ্ছে রোমানিয়া, বেলজিয়াম, ইউক্রেন ও স্লোভাকিয়াকে।
ই-গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচ আগামী ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে।
