রোমানিয়ার বিপক্ষে ডাচদের পাল্লাই ভারি

ইউরো ২০২৪

ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে আজ রোমানিয়ার ‍মুখোমুখি হবে নেদারল্যান্ডস। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্ব ফুটবলে এক আক্ষেপের নাম নেদার‌ল্যান্ডস। টোটাল ফুটবল উপহার দেয়া দলটার ভাগ্যে জোটেনি বিশ্বকাপের শিরোপা। এমনটি ১৯৫৮ সালে শুরু হওয়া ইউরোপ সেরার লড়াইয়ে আগের ১৭ আসরে তাদের একমাত্র সাফল্য সেই ১৯৮৮ সালের ফাইনালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে হারানো।

২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা ডাচরা ১-০ গোলে হেলেছিলো স্পেনের কাছে। এর বিশ্বকাপ কিংবা ইউরোতে আর ফাইনাল খেলা হয়নি ইয়োহন ক্রুইফের শিষ্যদের।

যে কোন আসরের মতো এবারও নেদারল্যান্ডস শিরোপার অন্যতম দাবীদার। দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার বিপক্ষে অবশ্য ফেবারিট হিসেবে খেলতে নামবে তারা। বিশ্বকাপ বা ইউরোতে একবারই একে অপরের মুখামুখি এই দুই দল।। ২০০৮ এর ইউরোর গ্রুপে ২-০ গোলে জয় পেয়েছিলো নেদারল্যান্ডস।

সামগ্রিক বিচারেও এগিয়ে ডাচরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ মুখোমুখি লড়াইয়ে ১০ জয়ের বিপরীতে ড্র করেছে তিনটি ম্যাচ। রোমানিয়ার কাছে ২০০৭ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে একটা ম্যাচে হারলেও পরের চারটিতেই জয় পেয়েছে নেদারল্যান্ডস।

১৪ মুখোমুখি লড়াইয়ে তিনটি মাত্র গোল পেয়েছে রোমানিয়া। বিপরীতে হজম করতে হয়েছে ২৯ গোল। ফলে আজকের ম্যাচে ডাচরা ফেবারিট হিসেবে খেলবে।

Exit mobile version