র্যাংকিংয়ে দুই দলের পার্থক্য বিস্তর। বাংলােদেশের অবস্থান ১৩৩। আর স্বাগতিক জর্ডানের অবস্থান ৭৪তম স্থানে। স্বাভাবিকভাবেই ম্যাচেই ফেভারিট ছিল জর্ডান। কিন্তু মাঠে তার প্রভাব পড়তে দেয়নি বাংলাদেশের বাঘিনীরা। গতকাল জর্ডানের আম্মানে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে দুই দুইবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। ২-২ গোলে ড্র হয়েছে।
জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে উদ্বেগের শেষ ছিল না। কেননা এই দলটির বিপক্ষে অতীত অভিজ্ঞতা মোটেও স্বস্তির নয়। ২০২১ সালে এক ম্যাচে পাঁচ গোলে হেরেছিল।
এ ম্যাচের শুরুতেই জর্ডান এগিয়ে গিয়েছিল। পঞ্চম মিনিটে গোল করেছিল তারা। এই গোলের সঙ্গে সঙ্গে ২০২১ সালের স্মৃতি উঁকি দিতে শুরু করে। আবার কি বড় হার অপেক্ষা করছে? কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বরং র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা দলটিকে হতবাক করেছে বাংলাদেশ। বিরতির আগেই সমতা ফেরায় বাঘিনীরা। ৪৩ মিনিটে শামসুন্নাহার গোল করেন। ৫৮ মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিক দল। এবার সমতা সমতাসূচক গোল করেন শাহেদা আক্তার। ৮২ মিনিটে তার করা গোলে বাংলাদেশ হার এড়ায়।
এ মাসের তৃতীয় সপ্তাহে নারী এশিয়ান কাপের বাছাই খেলা। সেই টুর্নামেন্টের প্রস্তুতিতে জর্ডানে দুই প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
