সেই উত্তাল সময়টা যেন হারিয়ে ফেলেছে প্যারিস সেন্ত জার্মেই। ঘরোয়া লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ঠিকই দখলে রেখেছে তারা, তবে সেই দাপটটা যেন হারিয়ে গেছে। ম্যাচের পর ম্যাচে পয়েন্ট হারিয়ে চলেছে। বুধবার রাতে লিগ ওয়ানের খেলায় লরিয়েন্তের সঙ্গে ড্র করেছে তারা। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেি নুনো মেন্ডেস গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু পিএসজির সমর্থকদের সেই আনন্দের স্থায়ীত্ব ছিল খুবই সাময়িক, মাত্র দুই মিনিট। ৫১ মিনিটে ইগর সিলভা গোল পরিশোধ করে পয়েন্টে ভাগ বসায়।
ইনজুরিমুক্ত হয়ে ওসমানে দেম্বেলে একাদশে ফিরেছেন। মাঠে ফিরেই আতঙ্ক ছড়িয়েছেন তিনি। তবে গোলের দেখা পাননি।
লরিয়েন্তের কাছে পয়েন্ট হারানো পিএসজির জন্য বড় এক ধাক্কা। কেননা শক্তির বিচারে দুই দলের অবস্থান দুই প্রান্তে। পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান তাদের। টানা পাঁচ ম্যাচ হারের পর পিএসজির মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু লড়েছে দাপটের সঙ্গে। শুধু তাই নয়, তারা পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লে অবাক হওয়ার কিছু ছিল না। শেষ দিকে থিও লি ব্রিস সুযোগটা কাজে লাগাতে পারেননি। বল বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।
১০ ম্যাচ শেষে বর্তমানে পিএসজির পয়েন্ট ২১। ১০ ম্যাচের মধ্যে চার ম্যাচেই তারা পয়েন্ট হারিয়েছে। তিন ম্যাচে ড্র, একটাতে হার। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে এএস মোনাকো। ২০ পয়েন্টে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















