লাউতারোর গোল সত্ত্বে পয়েন্ট হারালো ইন্টার মিলান

ম্যাচ ড্র করায় উত্তেজিত ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘি

সুযোগ ছিল নাপোলির একবারে কাছে আসার। কিন্তু পারলো না ইন্টার মিলান। সেরি আ’তে বুধবার রাতে তারা এগিয়ে থেকেও বোলোনিয়ার কাছে পয়েন্ট হারিয়েছে। নিজেদের মাঠের খেলায় তারা ২-২ গোলে ড্র করেছে।

ম্যাচে প্রথম ও শেষ গোল করে বোলোনিয়া। ১৫ মিনিটে সান্তিয়াগো ক্যাস্ট্রোর গোলে এগিয়ে যায় বোলোনিয়া। মাত্র চার মিনিট তারা এ গোলের আনন্দ উপভোগের সুযোগ পায়। ১৯ মিনিটে ডেনজেল ডামফ্রাইস সমতায় ফেরান। আর প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নেন। কিন্তু এ গোলের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিট পর ইমিল হোলম ইন্টার মিলানের গোল ফিরিয়ে দিয়ে পয়েন্টে ভাগ বসান।

লাউতারোর এ গোল ইন্টার মিলানের সমর্থকদের জন্য এক স্বস্তির বিষয়। বিশ্বকাপ জয়ী এ তারকার সঙ্গে গোলের যেন আড়ি হয়েছে। গোলের দেখাই পাচ্ছেন না। গত আট ম্যাচে এটা তার দ্বিতীয় গোল।

ইন্টার মিলান এ ম্যাচে জয় পেলে সেরি এ’র লড়াই আরো জমজমাট হতো। ২০ ম্যাচ শেষে নাপোলি ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৪৪ পয়েন্ট ইন্টার মিলানের। তবে তাদের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে। এ মাচে জয় পেলেই ইন্টার মিলান নাপোলিকে টপকে শীর্ষে চলে আসবে।

ইন্টার মিলানের জন্য এই ড্র বড় এক আঘাত ও হতাশার। গত নভেম্বরের ১০ তারিখ নাপোলির সঙ্গে ড্র করেছিল। তারপর এই প্রথম পয়েন্ট হারালো তারা। তাছাড়া গত সপ্তায় ইতালিয়ান সুপার কাপের ফাইনালে এসি মিলানের কাছে হেরে যায় দলটি। সে হতাশা থেকে বের হয়ে আসতে এ ম্যাচে তাদের জয়টা বড় দরকার ছিল।

ইন্টার মিলান আগামী রোববার এম্পোলির বিপক্ষে খেলবে। এ ম্যাচের পর বুধবার তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্পার্তা প্রাগের মুখোমুখি হবে।

Exit mobile version