লাউতারো মার্টিনেজের জোড়া গোলে জয় ইন্টারের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

লাউতারো মার্টিনেজের জোড়া গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মিলান। নিজেদের মাঠের খেলায় মঙ্গলবার তারা ৩-০ গোলে হারিয়েছে স্পার্তা প্রাগকে। ইন্টার মিলানের হয়ে অন্য গোলটি করেন ডেনজেল ডামফ্রাইস।

ইন্টার মিলানের এটা দুই ম্যাচে দ্বিতীয় জয়। পূর্ণ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সমান ৬ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ আছে শীর্ষে। রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে, আর ইন্টার মিলান তৃতীয় স্থানে।

লাউতারো মার্টিনেজ উভয়ার্ধে একটি করে গোল করেন। প্রথম গোল পেতে ইন্টার মিলানকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। ত্রিশ মিনিটে লাউতারো প্রথম গোলের দেখা পান। তবে দ্বিতীয় গোল পেতে মোটেও দেরি করতে হয়নি ইন্টার মিলান। প্রথম গোলের উৎসব শেষ হওয়ার আগেই সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন ডামফ্রাইস। মাত্র চার মিনিটের ব্যবধানে গোলটি করেন তিনি।

ইন্টার মিলান তাদের তৃতীয় গোল পায় ৬৫ মিনিটে। আলেসান্দ্রো বস্তোনির কাছ থেকে বল পেয়ে তিনি গোলটি করেন। ব্যবধান বাড়ানোর আরো সুযোগ পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু পিও এস্পোসিতো শেষ মুহুর্তে যে সুযোগটি পেয়েছিলেন তা তিনি ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

Exit mobile version