লাল-সবুজ জার্সিতে হামজাকে দেখা যাবে নভেম্বরেই

চলতি বছরের নভেম্বরেই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিস্টার সিটি তারকা হামজা চৌধুরীকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাংলাদেশী বংশোদ্ভূত হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হামজা চৌধুরীর পক্ষও। ২৬ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার সম্প্রতি বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন। তাকে দলে নিতে নিজেদের সর্বোচ্চটা দেয়ার অঙ্গীকার দিয়েছে বাফুফেও।

হামজার বাংলাদেশের খেলা নিয়ে তুষার বলেন, ‘এ ব্যাপারে ওনার (হামজার) আইনজীবি ও এজেন্টদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। প্রি-সিজন শেষ করে ইতিমধ্যে সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। আমরা একটা ভালো কিছু অতিসত্ত্বর বলতে পারবো। ইতিবাচক কিছুই জানাবো। সামনের উইন্ডোতে (সেপ্টেম্বরে) মনে হয় তাকে খেলানো সম্ভব হবে না। তবে ইনশাল্লাহ নভেম্বরের উইন্ডোতে সব ইতিবাচক থাকলে তাকে আমরা পাবো।’

Exit mobile version