লা লিগায় টিকে থাকার লড়াই রিয়াল মাদ্রিদের

লা লিগা

লা লিগায় শিরোপা দৌড়ে টিকে থাকতে বার্সেলোনার বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচটি যেমন রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ তেমন গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য। তবে বার্সেলোনার জন্য ভিন্নভাবে। শিরোপা জয় নিশ্চিত করতে বার্সেলোনার জন্য জয় চায়। আজ ম্যাচ জিতলেই বার্সেলোনার শিরোপা অনেকটা নিশ্চিত হবে।

৩৪ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনার নেতৃত্বে। চার পয়েন্ট কম নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। আজ রিয়াল মাদ্রিদ জয় পেলে একদিকে যেমন বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে আসবে, তেমনি লা লিগায় শিরোপা জয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে। উভয় দলের শেষ দুই ম্যাচ তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কয়েকদিন আগে বার্সেলোনার দারুণ ছন্দে ছিল। ট্রেবল জয়ের স্বপ্ন ছিল তাদের চোখেমুখে। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তাদের স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে ৭-৬ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় তারা। ফলে আত্মবিশ্বাসে বড় একটা ধাক্কা লেগেছে তাদের।

বার্সার এই ধাক্কা রিয়াল মাদ্রিদের শিবিরে প্রাণের সঞ্চার করেছে। মৌসুমের শেষটা এখন তারা দারুণভাবে শেষ করার স্বপ্ন দেখছে। তবে পুরো মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল দুঃস্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে ফাইনালে হেরেছে। তাও আবার এই বার্সেলোনার কাছে। ফলে একটা প্রতিশোধের মিশন তো রয়েছেই।

Exit mobile version