লা লিগায় দুই ম্যাচের জন্য ভিনিসিয়ুস জুনিয়রকে নিষিদ্ধ করা হয়েছে। স্প্যানিশ সুপার কাপে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় লা লিগার পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
গত শুক্রবার স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয় পায়। সে ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভস্কিকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। ভিনিসিয়ুস ৭৯ মিনিটে লাল কার্ড দেখার সময় রিয়াল মাদ্রিদ ১-০ গোলে পিছিয়ে ছিল। পরবর্তীতে ম্যাচের শেষ সময়ে জোড়া গোল করে জয় নিশ্চিত রিয়াল মাদ্রিদ।
ভিনিসিয়ুসের লাল কার্ডে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি অসন্তোষ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বলেছিলেন, লাল কার্ডের মতো অপরাধ হয়েছে বলে আমি বিশ্বাস করি না। আমরা এর বিপক্ষে আপিল করবো।
সৌদি আরবের রিয়াদে বৃহষ্পতিবার সুপার কাপের ফাইনালে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে তিনি খেলতে পারবেন। তবে লা লিগায় লাস পালমাসে ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না।