লা লিগায় বার্সার নাটকীয় জয়

স্প্যানিশ লিগে রোববার রাতে নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। বর্তমান চ্যাম্পিয়নরা অ্যাওয়ে ম্যাচে ইনজুরি সময়ের গোলে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে। রোনাল্ড আরাউজো ৯২ মিনিটে একমাত্র গোলটি করেন।

এ জয়ের ফলে ১২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ২৭। শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৩১। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আছে জিরোনাকে টপকে শীর্ষে যাওয়ার। প্রতিপক্ষের তুলনায় এক ম্যাচ কম খেলেছে রিয়াল।

দুর্ভাগ্য রিয়াল সোসিয়েদাদের। স্বাগতিক এই দলটি বার্সেলোনাকে একের পর এক পরীক্ষায় ফেলেছিল। কিন্তু তা থেকে সুফল আদায় করতে পারেনি। প্রথমার্ধেই বেশ কয়েকবার তারা সফরকারী বার্সেলোনার সীমানায় আক্রমণ চালিয়েছে। কিন্তু বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। সেখানেই সব আক্রমণ থমকে যায়।

প্রথমার্ধে বার্সেলোনা মাত্র একটা সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। হোয়াও ফেলিক্সকে ফাউল করার সুবাদে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। কিন্তু গাভির শট সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো দারুণভাবে রুখে দেন। এছাড়া আরাউজো একবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়ে যায়।

একই দিন জিরোনা  ৪-২ গোলে ওসাসুনাকে হারিয়েছে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা খেলবে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। পরেরদিন রিয়াল সোসিয়েদাদ মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেনফিকা।  

Exit mobile version