নান্দনিক ফুটবল উপহার দিয়ে লা লিগায় জিরোনাকে উড়িয়ে বার্সার মধুর প্রতিশোধ বার্সেলোনা। রোববার জিরোনার মাঠে ৪-১ গোলে জিতেছে ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেন লামিনে ইয়ামাল। আর একটি করে গোল করেছেন পেদ্রি ও দানি ওলমো।
আসরের গত মৌসুমে লিগে দুটি ম্যাচেই বার্সেলোনার বিপক্ষে জিতেছিল জিরোনা। কিন্তু এবার ঘরের মাঠে জিতে হ্যাটট্রিক জয়ের স্বপ্ন দেখছিলেন দলটির কোচ। সেই সাথে সুন্দর ফুটবল উপহার দিয়েছে বার্সেলোনা।
এ জয়ের ফলে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগায় চূড়ায় আছে বার্সেলোনা। ১১ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারেয়াল।