লা লিগার নতুন মৌসুমে হতাশার শুরু আলভারেজদের

লা লিগা

ছবি কালেক্টেড

লা লিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হেরে মাঠ ছাড়লো, আর সিজন শুরু হলো হতাশায়। প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটে আলভারেজ মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিক সরাসরি জালে পাঠান। বলটি ভেসে গিয়ে গোলরক্ষক দিমিত্রোভিচের ডান কোণে ঠেকলেও দর্শকরা তা উৎসবের মতো উদযাপন করেন। দ্বিতীয়ার্ধেও আলভারেজ একবার পোস্টে লেগে ফিরে আসা শট নিয়েছিলেন।

তবে লিড ধরে রাখতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে এডু এক্সপোসিতোর ফ্রি-কিক থেকে এসপানিওল সমতা ফেরায়। মাত্র ১১ মিনিটের মধ্যে পের মিলা অদ্ভুত ভঙ্গিতে পিঠ দিয়ে বল ডিফ্লেক্ট করে জালে পাঠান, যা ইয়ান ওবলাক আটকাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত হেরে মৌসুম শুরু করলো দিয়েগো সিমিওনের দল।

অ্যাতলেটিকোর প্রথম একাদশে আলভারেজের সঙ্গে ছিলেন আর্জেন্টাইন গিউলিয়ানো সিমিওনে ও নতুন সাইনিং থিয়াগো আলমাদা। বেঞ্চে ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসো এবং ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

Exit mobile version