ঘরোয়া ফুটবলের ম্যাচ আগে কখনো অন্য দেশে হয়নি। এবার লা লিগা কর্তৃপক্ষ ব্যতিক্রম এক চিন্তা ভাবনা করছিল। লা লিগার বার্সেলোনা ও ভিয়ারিয়ালের একটা ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের পরিকল্পনা নিয়েছিল। কিন্তু তাদের সে পরিকল্পনায় পদে পদে বাধা আসছে।
আগেই স্প্যানিশ ফুটবলের সমর্থক সংস্থা এই পরিকল্পনার বিরোধিতা করেছে। তাদের সঙ্গে রয়েছে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের সমর্থকরা। এবার বিরোধিতা করছে রিয়াল মাদ্রিদ। তার জানিয়েছে, এটা অগ্রহণযোগ্য। স্পেনের বাইরে কোনো ম্যাচ আয়োজনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে রিয়াল মাদ্রিদ।
আগামী ২১ ডিসেম্বরে ভিয়ারিয়ালের মাঠে খেলার কথা বার্সেলোনার। মূলত এই ম্যাচটি যুক্তরাষ্ট্রের মায়ামির রক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে লা লিগা কর্তৃপক্ষ। ২০২৬ সালের বিশ্বকাপের সাতটি ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হবে।
রিয়াল মাদ্রিদ এমন আয়োজনের বিরোধিতা করে এক বিবৃতিতে জানিয়েছে, যদি এমন ধরণের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এটা বিশ্ব ফুটবলের জন্য খারাপ উদাহরণ হয়ে থাকবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















