স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দাপট দেখালো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কার মাঠে ৩-০ গোলের জয়ে হ্যান্সি ফ্লিকের দল পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে প্রথমার্ধে রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্তও।
২১ মিনিটে লামিন ইয়ামালের নিখুঁত ক্রস থেকে হেড করে গোল করেন রাফিনিয়া, বার্সাকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। কাতালানরা আক্রমণ চালিয়ে যেতে থাকলে কিছুক্ষণ পর ফেরান তোরেস ব্যবধান বাড়ান। যদিও সেই মুহূর্তে মায়োর্কার এক খেলোয়াড় মাঠে পড়ে ছিলেন, তবু রেফারি খেলা চালিয়ে যাওয়ায় প্রশ্ন ওঠে। নিয়ম অনুযায়ী খেলা থামানোর বাধ্যবাধকতা ছিল না, আর ফেরান সুযোগ কাজে লাগিয়ে গোল করেন।
প্রথমার্ধের শেষের দিকে মায়োর্কা বড় ধাক্কা খায়। ইয়ামালের ওপর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এক ডিফেন্ডারকে। বিরতির ঠিক আগে আরও একটি লাল কার্ড দেখে নয়জন নিয়ে নামতে হয় স্বাগতিকদের।
সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে বার্সেলোনা। শেষদিকে দুর্দান্ত একক প্রচেষ্টায় ইয়ামাল নিজেই স্কোরশিটে নাম তোলেন, নিশ্চিত করেন ৩-০ গোলের জয়।
শেষ বাঁশির পর দর্শকদের অসন্তোষ ঝরেছে রেফারির দিকে, যদিও সিদ্ধান্তগুলো নিয়মসিদ্ধই ছিল। সমর্থকদের কাছে জয়টা যতই বিতর্কিত মনে হোক না কেন, ফ্লিকের দল মৌসুমের শুরুতেই বুঝিয়ে দিল— শিরোপার লড়াইয়ে তারাই প্রধান দাবিদার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















