লিগ শিরোপার দিকে আরো এগিয়ে পিএসজি

মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ভবিষ্যত ঠিকানা নিয়ে এখনো দোলাচালে তিনি। পিএসজিতে থাকবেন না রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন- তা নিয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছেন। তবে মাঠের দায়িত্ব ঠিক মতোই পালন করে চলেছেন তিনি। শনিবার রাতেও গোল করেছেন। তার গোলে লিগ ওয়ানে পিএসজি অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হারিয়েছে নঁতেকে।

লিগ ওয়ান শেষ হতে এখনো অনেকটা পথ বাকি। তবে এরই মধ্যে পিএসজি লড়াইকে একপেশে করে তুলেছে। ৫৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা নিসের পয়েন্ট ৩৯। ফলে লিগ শিরোপা যে পিএসজি’র ঘরে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত।

এমন অবস্থায় সুখের সাগরে ভাসার কথা পিএসজি কোচ লুইস এনরিকের। কিন্তু দুঃশ্চিন্তার শেষ নেই পিএসজি কোচের। আগামী মৌসুমে এমবাপ্পে দলে থাকবেন কিনা তা নিয়েই দুঃশ্চিন্তা। তাই হয়তো এ ম্যাচে এমবাপ্পেকে একাদশের বাইরে রেখেছিলেন। ৬১ মিনিটে তাকে মাঠে নামার সুযোগ করে দেন। তার আগের মিনিটেই গোলের দেখা পায় পিএসজি। লুকাস হার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল তারা। এমবাপে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এমবাপ্পের এটা ছিল ২১তম লিগ গোল। সব মিলিয়ে ৩১ ম্যাচে ৩২ গোল। ম্যাচ শেষে এমবাপ্পে তার জার্সিটি পিএসজির সমর্থকদের দিয়ে দেন।

Exit mobile version