ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হয়নি এখনো, তবে শিরোপা লড়াই শেষ হয়েছে। লিভারপুল এবার শিরোপা জয় করেছে। ফলে লিগের বাকি ম্যাচগুলো লিভারপুলের জন্য নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। সেই নিয়ম রক্ষার এক ম্যাচে গত রাতে মাঠে নেমেছিল লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভের কাছে ৩-২ গোলে হেরে গেছে। দুই দুইবার পিছিয়ে পড়ার পর এ জয়ের সুবাদে ব্রাইটন আগামী মৌসুমে ইউরোপের প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা ধরে রেখেছে।
ব্রাইটন আগামী রোববার মৌসুমের শেষ ম্যাচে টটেনহাম হস্পারের মুখোমুখি হবে। একই দিন অ্যানফিল্ডে মাঠে নামবে লিভারপুল। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ এবারের এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস। এদিন লিভারপুলের হাতে তুলে দেওয়া হবে লিগ শিরোপা।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। হার্ভে ইলিয়ট নবম মিনিটে গোল করেছিলেন। ইয়াসিন আয়ারি ৩২ মিনিটে গোল করে খেলায় সমতা আনেন। তবে বিরতির আগে আবার লিভারপুলকে এগিয়ে নেন ডোমিনিক। ৬৯ মিনিটে কাউরু মিতোমা গোল করে ব্রাইটনকে আবার খেলায় ফিরিয়ে আনেন। আর ৮৫ মিনিটে গোল করেন বদলি খেলোয়াড় জ্যাক হিনসেলউড। তার এ গোলেই ব্রাইটনের জয় নিশ্চিত হয়। সে সঙ্গে ইউরোপা লিগের খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। তবে সে ক্ষেত্রে শেষ ম্যাচে যেমন নিজেদের ম্যাচে জয় পেতে হবে তেমনি অন্য ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
