লিভারপুলের আবার লাস্ট মিনিট শো

নাটকীয় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে। শেষ মুহুর্তের গোলে এসেছে লিভারপুলের এ জয়।

নিজেদের মাঠের এ খেলায় চরম নাটকীয়তা দেখিয়েছে লিভারপুল। দর্শকেরা নিজ নিজ আসনে বসতে না বসতেই ভক্তদের দুইবার গোল উৎসবে মাতিয়ে দেয় স্বাগতিক দল। মাত্র ছয় মিনিটে দুই গোল পেয়ে যায় তারা। আন্ড্রু রবার্টসন তৃতীয় মিনিটে এবং মোহাম্মদ সালাহ ষষ্ঠ মিনিটে গোল করেন। বিরতির আগে মার্কোস লরেন্তের গোলে ব্যবধান কমিয়েছিল আতলেতিকো। শুধু তাই নয় ৮১ মিনিটে আরো এক গোল করেন লরেন্তে। ম্যাচ চলে আসে ২-২ গোলে সমতায়।

ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা তখন উভয় দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ, চলছে ইনজুরি সময়ের খেলা। আর তখনই চরম নাটকীয়তা দেখালো লিভারপুল। ভার্জিল ফন ডিক গোল করে স্তদ্ধ করে দিলেন আতলেতিকোর দর্শকদরে। এ নিয়ে পঞ্চমবারের মতো লিভারপুল ম্যাচের শেষ মুহুর্তের গোলে জয় পেলো।

২০২৫-২৬ মৌসুমে শেষ মুহুর্তে গোল করাকে অভ্যাসে বানিয়ে ফেলেছে লিভারপুল। এটিকে বলা হচ্ছে লাস্ট টাইম শো।

Exit mobile version