প্রিমিয়ার লিগের শিরোপার দিকে দুর্বার গতিতে এগিয়ে চলেছে লিভারপুল। রবিবার রাতে তারা টটেনহাম হস্পারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬-৩ গোলে জয় পেয়েছে। লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহা জোড়া গোল করেছেন। অন্য দুই গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ডোমিনিক।
এ জয়ের ফলে ১৬ ম্যাচ শেষে লিভারপুল ৩৯ পয়েন্ট নিয়ে সবার উপরে স্থান করে নিয়েছে। চেলসি ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। চেলসির সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে লিভারপুলের সামনে। কেননা তারা একটা ম্যাচ কম খেলেছে।
এ ম্যাচে জোড়া গোল করে একটা কীর্তি গড়েছেন সালাহ। ম্যাচে শুধু জোড়া গোল করেছেন তা নয়, দুটো গোলের রূপকারও তিনি। এ নিয়ে সালাহ লিগে ১৫ গোল করেছেন। এই জোড়া গোল তাকে এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে নিয়ে এসেছে। ফলে আবার গোল্ডেন বুট জয়ের হাতছানি সালাহ’র সামনে। এর আগে তিনি তিনবার গোল্ডেন বুট জয় করেছেন।
এদিকে আবার হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার তারা নিজেদের মাঠে বোর্নেমাউথের কাছে বিধ্বস্ত হয়েছে। ৩-০ গোলে হেরেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। বোর্নেমাউথের এটা পাঁচ ম্যাচে চতুর্থ জয়। এ জয়ে বোর্নেমাউথ ২৮ পয়েণ্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। আর ম্যানইউ নেমে গেছে ত্রয়োদশ স্থানে।