আসলেন, দেখলেন আর জয় করলেন- রিও এনগুমোহার বিষয়টি অনেকটা এমনই। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন, গোল করে দলকেও জেতালেন ১৬ বছর বয়সী এনগুমোহা। ইনজুরি সময়ে তার করা গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানীয়দের সঙ্গী হয়েছে লিভারপুল। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট সত্ত্বেও গোল পার্থক্যে এগিয়ে আর্সেনাল ও টটেনহাম হস্পার।
সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচটি অনেকটা জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুর। প্রথমার্ধের শেষে আর দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোলের সুবাদে বেশ স্বস্তিদায়ক অবস্থায় ছিল লিভারপুল। এর মাঝে প্রথমার্ধের একবারে অন্তিম মুহুর্তে অ্যান্থনি গর্ডনের লাল কার্ড লিভারপুলকে আরো স্বস্তি এনে দিয়েছিল।
তবে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা নিউক্যাসল যেন অন্যমাত্রা পায়। এ অর্ধের শুরুতে গোল হজম করলেও একের পর এক আক্রমণে লিভারপুলকে ব্যতিব্যস্ত রাখে। তার সুফলও পায়। ৫৭ মিনিটে ব্রুনো গুইমারেসের গোলে ব্যবধান কমানোর পর উইলিয়াম ওসুলার গোলে সমতা ফেরায় তারা।
৭৩ মিনিটে মাঠে নামেন রিও এনগুমোহা। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছিল না। পয়েন্ট ভাগাভাগির শঙ্কায় তখন লিভারপুল। ম্যাচে যে কোনো সময় শেষ। এরই মধ্যে অতিরিক্ত সময়ের বয়স ৯ মিনিট হয়ে গেছে। আর তখনই লিভারপুল দর্শকদের গগনবিদারী চিৎকার। আনন্দের হর্ষধ্বনি। গোলের চিৎকার, জয়ের চিৎকার। ইনজুরি সময়ের দশম মিনিটে নিউক্যাসেলের জালে বল ফেলে জয়ের নায়ক ১৬ বছর বয়সী এনগুমোহা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















