নক আউট পর্ব আগেই নিশ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। এমনকি নিশ্চিত ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি। গ্রুপ পর্বের আগের পাঁচ ম্যাচ জেতা ম্যানচেস্টার সিটি শেষ ম্যাচেও জয় পেয়েছে। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয় অব্যাহত রেখেছে। এ জয়ের ফলে ইউরোপীয় প্রতিযোগিতায় টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে ইংলিশ ক্লাবটি।
ম্যানসিটির একাডেমি থেকে উঠে আসা মিকাহ হ্যামিল্টন তার অভিষেক ম্যাচটা দারুণভাবে রাঙিয়েছেন। সিনিয়র দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন তিনি। ১৯ মিনিট তার করা গোলেই ম্যানসিটি এগিয়ে যায়। ৬২ মিনিটে ম্যানসিটি দ্বিতীয় গোল পায়। সিনিয়র দলের হয়ে এটি তার প্রথম গোল। ম্যানসিটির হয়ে শেষ গোলটি করেন কালভিন ফিলিপস। এর আগে ৭৬ ও ৯১ মিনিটে বেলগ্রেডের হয়ে দুই গোল করেন হোয়াং ইন বিওম ও আলেকসান্দার কাতাই।
এ জয়ের ফলে ম্যানসিটি গ্রুপ পর্বের সব ম্যাচেই জয়ের কীর্তি গড়েছে। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ম্যানসিটি এ কীর্তি দেখাল। এর আগে লিভারপুল গ্রুপ পর্বের সব ম্যাচই জিতেছিল।