টটেনহাম হস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা জয় পেয়েছে ২-১ গোলে। ম্যাচে তিনটি গোলই হয় প্রথমার্ধে।
এ জয়ের ফলে আর্সেনাল শুধু যে শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে থাকলো তা নয়, শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর যে সুযোগ এসেছিল তা ভালোভাবেই কাজে লাগিয়েছে। আগের দিন লিভারপুল তাদের নিজেদের খেলায় ড্র করে। বর্তমানে লিভারপুল ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে আর্সেনাল ২১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
বিরতির আগে লিন্দ্রো ট্রোসার্ড করেন জয়সূচক গোল। এর আগে ম্যাচের ২৫ মিনিটে সন হিউং মিনের গোলে টটেনহাম এগিয়ে গিয়েছিল। কিন্তু আত্মঘাতি গোলের সুবাদে আর্সেনাল ম্যাচে ফিরে আসে। বিরতির আগে ট্রোসার্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন।
আর্সেনালের জন্য এটা দারুণ এক জয়। গত সপ্তাহটা তাদের ভালো যায়নি। কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তারা নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে যায়। তারপর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে দলটি। এমন অবস্থায় জয় তাদের জন্য টনিক হিসেবে কাজ করবে।