লিভারপুলে যাচ্ছেন ভির্টজ, দলবদলে গড়তে যাচ্ছেন ইতিহাস

গ্রীষ্মের দলবদল বাজারে বড় চমক দিতে চলেছে লিভারপুল। জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজকে দলে নিতে ইতোমধ্যে ক্লাবটি পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমে দাবি, ভির্টজ ও লিভারপুলের মধ্যে মৌখিক চুক্তি হয়ে গেছে, এখন চলছে আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রক্রিয়া।

২২ বছর বয়সী ভির্টজকে পেতে লিভারকুসেন চাইছে ১৪০ মিলিয়ন ইউরো, আর লিভারপুল ইতোমধ্যে ১২৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। চুক্তি সম্পন্ন হলে এটি হবে লিভারপুল ইতিহাসের সবচেয়ে বড় দলবদল, পেছনে ফেলবে ডারউইন নুনিয়েজের ৮৫ মিলিয়নের রেকর্ডকেও।

এই দলবদল শুধু লিভারপুল নয়, জার্মান ফুটবলেও গড়বে নতুন রেকর্ড। এমনকি লিভারপুলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বায়ার্ন মিউনিখ, যারা স্বীকার করে নিয়েছে—ভির্টজকে দলে টানতে পারেনি তারা। ক্লাব প্রেসিডেন্ট হাবার্ট হায়নার নিজেই নিশ্চিত করেছেন, “ভির্টজ লিভারপুলের দিকেই যাচ্ছে।”

সাম্প্রতিক মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন ভির্টজ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মাত্র দুজন খেলোয়াড়ই আছেন যাদের গোল ও অ্যাসিস্ট দুটোই ১০-এর বেশি—ভির্টজ তাদের একজন। বয়স কম হলেও পরিণত পারফরম্যান্সে ইতোমধ্যে বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন তিনি।

লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট দলে তরুণ প্রতিভাবান মিডফিল্ডার খুঁজছিলেন, সেই জায়গাতেই পছন্দের শীর্ষে উঠে এসেছেন ভির্টজ। সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে লিভারপুলের মধ্যমাঠে যোগ হবে নতুন মাত্রা—এবং গ্রীষ্মের দলবদলে এটি হতে পারে সবচেয়ে আলোচিত ঘটনা।

Exit mobile version