লিভারপুল ছেড়ে আল হিলালে যাচ্ছেন নুনেজ

ট্রান্সফার উইন্ডো

মাত্র তিন মৌসুম আগেই বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১,০৫৯ কোটি টাকা) খরচ করে ডারউইন নুনেজকে দলে এনেছিল লিভারপুল। উরুগুইয়ান এই স্ট্রাইকারকে ঘিরে ছিল বড় প্রত্যাশা। তবে মাঠের পারফরম্যান্সে তা পূরণ করতে পারেননি তিনি। গত মৌসুমে দলের পারফরম্যান্স ভালো হলেও নুনেজ ছিলেন বিবর্ণ। ফলে চলমান দলবদলে তার লিভারপুল ছাড়াটা ছিল প্রায় নিশ্চিত।

এবার ২৬ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানাচ্ছেন নুনেজ। তার প্রতি আগ্রহ দেখিয়েছিল একাধিক ইউরোপীয় ক্লাব, কিন্তু শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল হিলাল তাকে দলে টানতে যাচ্ছে। খ্যাতনামা সাংবাদিক ফাব্রিজিও রোমানো ও ইএসপিএন জানিয়েছে, নুনেজ আল হিলালের সঙ্গে তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। চুক্তি অনুযায়ী, তিনি ২০২৮ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকবেন।

নুনেজকে পেতে আল হিলাল লিভারপুলকে পরিশোধ করবে ৫৩ মিলিয়ন ইউরো (প্রায় ৭৪৯ কোটি টাকা)। ২০২২ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর তিন মৌসুমে ক্লাবটির হয়ে তিনি ১৪৩ ম্যাচে মাঠে নামেন এবং ৪০ গোল করেন। কিন্তু গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ছিল মাত্র ৭টি।

তাকে ছাড়তে প্রস্তুত ছিল লিভারপুলও, কারণ ক্লাবটি ইতোমধ্যে বিশাল অঙ্কের বিনিময়ে দলে ভিড়িয়েছে ফরাসি ফরোয়ার্ড হুগো একিটেকেকে। এর ফলে নুনেজের প্রথম একাদশে জায়গা পাওয়া আরও কঠিন হয়ে পড়ে।

নুনেজকে নিতে আগ্রহী ছিল ইউরোপের আরও কয়েকটি ক্লাব, কিন্তু তার উচ্চ পারিশ্রমিকের কারণে তারা পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত আল হিলাল তার বেতন কাঠামো মেনে নেওয়ায় চুক্তি চূড়ান্ত হচ্ছে।

এদিকে, চলতি দলবদলেই লিভারপুলের আরেক ফরোয়ার্ড লুইস দিয়াজ যোগ দিয়েছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। একপ্রকার নতুন করে সাজানো হচ্ছে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি নেতৃত্বাধীন লিভারপুলের আক্রমণভাগ।

Exit mobile version