লেফানদোভস্কির জোড়া গোলে বার্সেলোনার বড় জয়

রবার্ট লেফানদোভস্কির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে। লেফানদোভস্কি উভয়ার্ধে একটি করে গোল করেন। রাফিনহা, ফেরমিন লোপেজ ও ইনিগো মার্টিনেজ বার্সেনোলার হয়ে অন্য তিন গোল করেন।

এ জয়ের ফলে নতুন পদ্ধতির চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ষষ্ঠ স্থানে উঠে এসেছে। চার ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। সাম্প্রতিক সময়ে বার্সেলোনার এটি আরো একটি দাপুটে সাফল্য। গত কয়েক ম্যাচে মাঠের পারফরম্যান্সে বার্সেলোনা প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না। সব ধরণের প্রতিযোগিতা মিলে সর্বশেষ ৬ ম্যাচে তারা ২৪ গোল করেছে। এ সময়ে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদও তাদের গোল বন্যার শিকার হয়েছে।

সর্বশেষ লিগ ম্যাচে খেলা দলটাতে দুটো পরিবর্তন এনে এ ম্যাচের জন্য দল সাজিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। একাদশে ফিরেছিলেন ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি জং। মাঝমাঠে তাকে পেয়ে বার্সেলোনা শুরুতেই স্বাগতিক দলের ওপর একের পর এক আক্রমণ চালিয়েছে। ফসল ঘরে তুলতে মোটেও দেরি হয়নি তাদের। ১৩ মিনিটে ইনিগো গোল করে দলকে এগিয়ে নেন। গোলের জবাবটা দিতে সময় নেয়নি রেড স্টার। ২৭ মিনিটে কতোম্পা খেলায় সমতা ফিরিয়ে আনেন। একই সঙ্গে উত্তেজনাও।

তবে বার্সেলোনারা তারকারা রেড স্টার সমর্থকদের থমকে দিতে পিছপা হয়নি। এক পর্যায়ে মাত্র ১২ মিনিটে তারা তিন গোল করে। লেফানদোভস্কি ৪৩ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন। ৫৫ মিনিটে রাফিনহাও গোলের খাতায় নাম লেখান। ৭৬ মিনিটে দলের হয়ে সর্বশেষ গোলটি করেন লোপেজ।

Exit mobile version