বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে হারলো বাংলাদেশ দল। মঙ্গলবার কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল হজম করে বাংলাদেশ দল। জয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার হাসান মাতুক। ছয় ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা প্রথম একাদশ থেকে মোহাম্মদ সোহেল রানা ও মেহেদী হাসানকে বাইরে রেখে একাদশে জায়গা করে নেন অধিনায়ক ও মিডফিল্ডার জামাল ভূইয়া ও ডিফেন্ডার শাকিল হোসেন।
লেবানন ঘরোয়া লিগে আনসারের হয়ে খেলা মাতুক ম্যাচের ৫ম মিনিটেই লেবাননকে এগিয়ে দেন। ডিফেন্ডার শাকিল হোসেনের ভুলে পেনাল্টি পায় লেবানন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মাতুক। লেবাননের হয়ে এদিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা মাতুক দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে লেবাননকে ম্যাচের দ্বিতীয় গোল উপহার দেন নাদের মাতার।
বড় পরাজয়ের পেছনে বাংলাদেশ দলের ডিফেন্ডারদেরও অনেক ভুল ছিলো। ৬০ মিনিটের মধ্যে চার গোলে এগিয়ে যাওয়ার কারণে ম্যাচের বাকি সময়টা ছিলো কেবলই নিয়মরক্ষার। এই সময় বাংলাদেশ কোচ একাধিক পরিবর্তন করান। ফলে লেবাননের রক্ষণে চাপ তৈরি করতে পারলেও গোল পায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
বাংলাদেশ দল: শাকিল হোসেন, তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, জামাল ভূইয়া (অধিনায়ক), শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিতুল মারমা, তারিক কাজী, সোহেল রানা, ইসা ফয়সাল ও মোহাম্মদ সাদ উদ্দিন
বদলি খেলোয়াড়: শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, বিশ্বনাথ ঘোষ ও সৈয়দ কিরমানি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















