রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলোত্তি। তার শূন্য স্থান পূরণে বুন্দেসলিগা ক্লাব বেয়ার লেভারকুজেন ছেড়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। এখন লেভারকুজেনের দায়িত্ব নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ। বেয়ার লেভারকুজেন এরিক টেন হাগের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইএসপিএন জানিয়েছে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এরিক টেন হাগ গত অক্টোবরে ম্যানইউ ছেড়ে যান। মুলত দলের খারাপ অবস্থার কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এফএ কাপ এনে দিলেও দল খুব একটা ভালো করতে পারছিল না। তার স্থলাভিষিক্ত হয়েছেন রুবেন আমোরিম। তার অধীনে অবস্থা আরো নাজুক হয়েছে। মাত্র সাতটি ম্যাচ জয় পেয়েছে ম্যানইউ। আর পয়েন্ট টেবিলে ১৫তম স্থানে থেকে লিগ শেষ করে সাবেক দাপুটে দলটি।
বুন্দেসলিগায় এবার লেভারকুজেন দ্বিতীয় হয়ে লড়াই শেষ করেছে। তারপরও তারা গর্বিত, কেননা অপরাজিত অবস্থায় এবারের লিগ লড়াই শেষ করেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















