লেস্টারকে সহজে হারাল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একটা গোল করেছেন, দুটো গোলের সুযোগ তৈরি করেছেন। নিজেদের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে তার দল ম্যানচেষ্টার ইউনাইটেড ৩-০ গোলে জয় পেয়েছে।

টেন হাগের অধীনে ১৭ ম্যাচে কোনো গোলের দেখা পাননি ফার্নান্দেজ। এ ম্যাচের ১৭তম মিনিটে তিন গোল করে দলকে এগিয়ে নেন। এটি ছিল ফার্নান্দেজের ২৫০তম ম্যাচ। ফলে এ গোল তার মাইলফলক ম্যাচকে স্মরণীয় করে রাখলো। এটি ছিল চার ম্যাচে তার চতুর্থ গোল।

টেন হাগের পরিবর্তে দায়িত্ব নিয়ে রুদ ফন নিস্তেলরয় দলকে আমূল বদলে দিয়েছেন। গত ২৮ অক্টোবর হাগের পরিবর্তে দায়িত্ব নিয়ে চার ম্যাচে তার দল অপরাজিত। তিন ম্যাচে জয়, এক ম্যাচে। তাইতো ম্যাচের শেষ দিকে ম্যানইউ সমর্থকরা নিস্তেলরয়ের নামে বন্দনা শুরু করে। ম্যাচের শেষ সময়ে তারা নিস্তেলরয়ের নাম ধরে চিৎকার করতে থাকে। তার অধীনে এটা ছিল ম্যানইউয়ের শেষ ম্যাচ। এখন দায়িত্ব নেবেন নতুন কোচ রুবেন আমোরিম।

ম্যানইউ অন্য দুই গোল পায় ৩৮ মিনিট ও ৮২ মিনিটে। প্রথমটি ছিল আত্মঘাতি। আর দ্বিতীয় গোলটি করেন আলেহান্দ্রো গারনাচো। অসধারণ এক গোল করে সমর্থকদের তিনি আনন্দে ভাসিয়ে দেন।

এ জয়ের ফলে ম্যানইউ পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে উঠে এসেছে। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫।

Exit mobile version