ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারশায়ার লজ্জার রেকর্ড গড়েছে। প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচে হেরেছে। এ সময়ে তারা প্রতিপক্ষের জালে কোনো বল ফেলতে পারেনি। গত রাতে তারা নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। তিনটি গোলই হয় প্রথমার্ধে।
স্বস্তির জয়ে জ্যাকব মার্ফি জোড়া গোল করেন। অন্যটি গোলটি করেন হার্ভে বার্নেস। নিউক্যাসল ইউনাইটেডের এ জয়ে বড় ক্ষতি হয়েছে মানচেস্টার সিটির। তারা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান থেকে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে। ৩০ ম্যাচ থেকে নিউক্যাসল ইউনাইটেড ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।
লিভারপুল ৩১ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর্সেনাল ৬২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫২।
এদিকে লেস্টার সিটির পয়েন্ট ১৭। পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এবারের হারের মাঝ দিয়ে লেস্টার সিটি নিজেদের মাঠে ১১তম হার হজম করতে হলো।