লক্ষ্যমাত্রা ১৬৪। আইপিএলের আসরে এই রান জয়ের জন্য যথেষ্ঠ নয়। দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা তার প্রমাণও দিলেন। বিশেষ করে লোকেশ রাহুল। ৫৩ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। আর তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এমন পারফরম্যান্সের পর একটা আফসোস রয়েছে লোকেশ রাহুলের। তা হয়তো প্রতিপক্ষের জন্য। বেঙ্গালুরু ব্যাটাররা যদি আরও একটু ভালো ব্যাটিং করতো তাহলে তাদের রান বাড়তো। আর তাতেই লোকেশ রাহুলের একটা সেঞ্চুরি হয়ে যেত।
আগে ব্যাট হাতে নামা বেঙ্গালুরুর কোনো ব্যাটার নাটকীয় কিছু করতে পারেননি। ফলে তাদের রানটাও বাড়েনি। ওপেনার ফিল সল্ট ও লোয়ার অর্ডার ব্যাটার টিম ডেভিডের করা ৩৭ রান ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। যার ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে বেঙ্গালুরুর রান দাঁড়ায় ১৬৩।
এই রানে জয়ের স্বপ্ন দেখছিল বেঙ্গালুরু। অন্তত বোলাররা সেই পথটা তৈরি করেছিলেন। কিন্তু শুরুর সাফল্য তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। আর তাইতো বড় ব্যবধানে হারতে হয়েছে। মাত্র ৩০ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছিল তারা। তারপরই শুরু হয় লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিং। ৫৩ বলে ৯৩ রান। সাতটি বাউন্ডারি আর ছয়টি ওভার বাউন্ডারি। সঙ্গে ছিলেন ট্রিস্টান স্টাবস। ২৩ বলে ৩৮ রান।
এ জয়ের ফলে ৪ ম্যাচে দিল্লির পয়েন্ট ৮। আর বেঙ্গালুরুর ৫ ম্যাচে ৬। দল দুটোর অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।