লোপেজের ঐতিহাসিক হ্যাটট্রিকে অলিম্পিয়াকোসকে উড়িয়ে দিলো বার্সেলোনা

নু ক্যাম্পে গতকাল যেন উৎসবের রাত কাটাল বার্সেলোনা। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম থেকেই দাপট দেখিয়ে একতরফা জয় তুলে নিয়েছে কাতালানরা। হ্যান্সি ফ্লিকের দলের বড় জয়ের নায়ক তরুণ ফরোয়ার্ড ফারমিন লোপেজ—বার্সেলোনার জার্সিতে প্রথম কোনো স্প্যানিশ ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করে লিখেছেন নতুন ইতিহাস। তার দুর্দান্ত পারফরম্যান্সে অলিম্পিয়াকোসকে ৬–১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ফ্লিকের শিষ্যরা। পুরো ম্যাচে ৬৯ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখে বার্সা, নেয় ১৪টি শট—যার ৯টিই লক্ষ্যে। অন্যদিকে, অলিম্পিয়াকোসের ৫ শটের মধ্যে কেবল ২টি ছিল অন টার্গেট।

শুরুর সপ্তম মিনিটেই ডি-বক্সে ইয়ামালের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে গোলের দেখা পান ফারমিন লোপেজ। এরপর ৩৯ মিনিটে দ্রো ফার্নান্দেজের বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে জোড়া গোল করেন তিনি।

বিরতির পর পেনাল্টি থেকে মরক্কোর ফরোয়ার্ড এল কাবি ব্যবধান কমান। তবে ৫৭ মিনিটে সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ভেঙে পড়ে অলিম্পিয়াকোসের রক্ষণ। এরপর আর দাঁড়াতেই পারেনি তারা।

৬৮ মিনিটে ইয়ামালের পেনাল্টিতে ব্যবধান বাড়ায় বার্সা। ৭৪ মিনিটে রাশফোর্ডের গোলের পর দুই মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন লোপেজ। ৭৯ মিনিটে আবারও রাশফোর্ডের নিখুঁত শটে ছয় গোলের ব্যবধান দাঁড়ায় ৬–১ এ।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও ছয় পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা। অন্যদিকে, তিন ম্যাচে কোনো জয় না পাওয়া অলিম্পিয়াকোস (এক ড্র) আছে ৩২তম স্থানে।

Exit mobile version