লা লিগায় বার্সেলোনা আরো একটা জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে যোগ হয়েছে আরো তিন পয়েন্ট। তার সুবাদে শিরোপা জয়ের সম্ভাবনা যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা হয়েছে আরো একুট নিরাপদ। শনিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি ছিল গোলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে লেগানেসের ডিফেন্ডার জর্জ সায়েঞ্জ এ গোলটি করেন।
এ জয়ের ফলে বার্সেলোনার পয়েন্ট ৩১ ম্যাচে ৭০। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। আজ এ ব্যবধান কিছুটা কমানোর সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের সামনে। আলাভেজকে হারাতে পারলে ব্যবধান কমে আসবে। তবে দিন যতই যাচ্ছে ততই রিয়াল মাদ্রিদের শিবিরে উদ্বেগ বাড়ছে । কেননা সামনে সময় কম। বার্সেলোনা পথ না হারালে রিয়াল মাদ্রিদের এবার শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
ম্যাচের ফল বলে দিচ্ছে বার্সেলোনা জয়টা সহজে আসেনি। বরং পুরো পয়েন্ট হারানোর শঙ্কা ছিল তাদের সামনে। বিশেষ করে প্রথমাধে স্বাগতিক দল সফরকারী দলকে বেশ বড় ধরণের ঝাঁকি দিয়েছিল। ডানি রাবা যে পাস দিয়েছিলেন বক্সের মধ্যে থেকেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আদ্রিয়া আলতিমিরা।
শেষ পর্যন্ত গোলের দেখা যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহার ক্রস রবার্ট লেফানদোভস্কি যে শট নেন তা লেগানেসের সায়েঞ্জের পায়ে লেগে জালে আশ্রয় নেয়। এ জয়ের ফলে সব ধরণের প্রতিযোগিতায় বার্সেলোনা টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকলো। আগামী মঙ্গলবার বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মাঠে নামবে।