শক্তিশালী আর্সেনালকে হারিয়ে চমক বোর্নমাউথের

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে বড় চকম দেখাল বোর্নামাউথ। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে আর্সেনালে। ম্যাচে রায়ান ক্রিস্টি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর গোলের ব্যবধান বাড়ান জাস্টিন ক্লাইভার্ট।

অবশ্য এ ম্যাচের প্রথম থেকেই আর্সেনালের পারফরম্যান্সে তেমন ধার দেখা যায়নি। ম্যাচের প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়ার পর তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নিল বোর্নমাউথ।

এরপর ম্যাচের ৩০তম মিনিটে একজনকে হারিয়ে আরও ব্যাকফুটে চলে যায় আর্সেনাল। কিন্তু প্রতিপক্ষের আক্রমণ আটকাতে গিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসনকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এরপর ম্যাচে আক্রমণে চাপ বাড়ায় বোর্নমাউথ।

তার ধারাবাহিকতায় খেলার ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার খুব কাছাকাছি যায় দলটি। কিন্তু ঘানার ফরোয়ার্ড এন্টোয়ান সেমেনিওর দুরূহ কোণ থেকে নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপর খেলার ৭০তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেনি আর্সেনাল। সতীর্থের ব্যাকপাস ফাঁকায় পেয়ে জোরাল শটে গোলটি করেন স্কটিশ মিডফিল্ডার ক্রিস্টি।

তার সাত মিনিট পর আরও পিছিয়ে পড়ে জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায় আর্সেনালের। বক্সে এভানিলসনকে গোলরক্ষক দাভিদ রায়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাইভার্ট। ফলে আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। ম্যানচেস্টার সিটি ও নিচে অ্যাস্টন ভিলার পয়েন্টও সমান ১৭। সিটি একটি ম্যাচ কম খেলেছে। সিটির সমান সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

Exit mobile version