আবেগঘন পোস্টে জাকারিয়া পিন্টুকে স্মরন করলেন শমিত সোম!

শমিত সোমের ফেইসবুক পোস্ট

মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে গর্জন ,কিন্তু এই জয়ের আবেগটা চলে গেল আরও গভীর এক জায়গায়। ২২ বছর পর ভারতের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত জয়ের রাতটিকে বাংলাদেশের তরুণ মিডফিল্ডার শমিত সোম উৎসর্গ করলেন এক মহান নামকে। সেই নামটা হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে।

গত বছরের ১৮ নভেম্বর মৃত্যুবরণ করেন জাকারিয়া পিন্টু। ঠিক তার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ। ম্যাচজুড়ে মধ্যমাঠে লড়াইয়ের নেতৃত্বে ছিলেন শমিত। তাই জয় নিশ্চিত হতেই তাঁর মনে প্রথমেই আসে সেই কিংবদন্তি অধিনায়কের কথা।

রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শমিত পোস্ট করেন আবেগঘন বার্তা। তিনি লিখেন, নিজেদের ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়টা ছিল কেবল একটি ম্যাচ নয় বরং লড়াই, দায়িত্ব আর গর্বের প্রতীক। দীর্ঘ ভ্রমণ কিংবা ক্লান্তি সবকিছু মিলিয়ে চাপ ছিল যথেষ্ট, কিন্তু মাঠে নামতেই তা উধাও হয়ে যায় গ্যালারি ভরা দর্শকদের গর্জনে। সেই শক্তিই তাদের এগিয়ে নিয়ে গেছে পুরো ম্যাচজুড়ে।

পোস্টে শমিত লেখেন, জাকারিয়া পিন্টুর সাহস ও দেশপ্রেম তাঁদের প্রজন্মকে আজও অনুপ্রাণিত করে। তাই তাঁর মৃত্যুবার্ষিকীর দিনে অর্জিত এই জয়ে তিনি শ্রদ্ধা জানালেন ফুটবল ইতিহাসের সেই উজ্জ্বল নামকে। পাশাপাশি ধন্যবাদ জানালেন বাংলাদেশের ফুটবলের জন্য সবসময় গলা ফাটানো সমর্থকদের, যাঁদের জন্যই মাঠে প্রতিটি মুহূর্তে লড়াই করে যায় দল।

Exit mobile version