বাংলাদেশের জাতীয় ফুটবল দলে ক্ষোভের আগুন জ্বলাকালীনই সাতক্ষীরায় ফ্র্যাঞ্চাইজি লীগ খেলেছে মারিয়া-সুমাইয়ারা। বাফুফের অনুমতি না নিয়ে খেলতে যাওয়ার কারণে একে তো ক্ষুব্ধ ফেডারেশন অপরদিকে সমালোচনার মুখে পড়ছে ফুটবলাররা। অনুমতি ছাড়া কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হলে খুব কৌশলে এড়িয়ে গেছেন অধিনায়ক সাবিনা খাতুন।