নিজেদের মাঠে ক্যালিয়ারিকে হারিয়ে সেরি আ জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে ইন্টার মিলান। শনিবার রাতে তারা ৩-১ গোলে জয় পেয়েছে। মার্কো আরনাউতোভিচ, লাউতারো মার্টিনেজ ও ইয়ান বিসেক গোল করেন। রবার্টো পিকোলি ব্যবধান কমান।
এ জয়ের ফলে ৩২ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে ইন্টারি মিলান পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৬। তবে নাপোলি এক ম্যাচ কম খেলেছে।
ম্যাচের বয়স অর্ধ ঘন্টা পার হতে না হতেই ম্যাচ জয়ের কাজটা সেরে নেয় ইন্টার মিলান। মাত্র ২৬ মিনিটের মধ্যে তারা দুই গোল পেয়ে যায়। মার্কো আরনাউতোভিচ ১৩ মিনিটে প্রতিপক্ষের পোস্টের খুব কাছ থেকে জোরালো শটে ব্যবধান গড়ে দেন। দ্রুতই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ক্যালিয়ারি। কিন্তু রবার্টো পিকোলি সুযোগটি কাজে লাগাতে পারেননি।
কয়েক মিনিট পর লাউতারো গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নেন। ব্যবধানটা তিনি ৩-০ করতে পারতেন। কিন্তু তার অ্যাক্রোবাটিক বাইসাইকেল কিকটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্যালিয়ারি ব্যবধান কমায়। সেই পিকোলি গোল করেন। তবে ৫৫ মিনিটে ইয়ান বিসেক গোল করে ক্যালিয়ারির ম্যাচে ফেরার স্বপ্ন শেষ করে দেন।